প্রায় শেষ হতে চলল জুলাই মাস, কিন্তু এখনও পর্যন্ত আকাশভেঙে বৃষ্টি পায়নি বঙ্গবাসী। তবে মাসের শেষেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে সারা সপ্তাহ জুড়েই বঙ্গবাসী বৃষ্টি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে রাজ্যের উপকূলীয় অঞ্চলে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
শুধু তাই নয় মৎসজীবি ও পর্যটকদেরও সমুদ্রে যেতে না করা হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এলাকায় সমুদ্র উত্তাল। তাজপুর এলাকায় ভাঙতে শুরু করেছে পাড়। কোস্টাল এলাকায় নজরদারি চালানো হচ্ছে, চলছে মাইকিংও।
উত্তরের জেলা গুলিতেও বৃষ্টি জারি থাকবে। আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি।