টানা কয়েকদিনের প্রবল বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে খানিকটা বদলে গিয়েছে কলকাতার আবহাওয়া৷ বৃষ্টি বিশেষ হয়নি৷ বেড়েছে তাপমাত্রা৷ হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনও আবহাওয়া এমনই থাকবে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস৷ হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অল্প বাড়ার সম্ভাবনা থাকছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুই ২৪ পরগনা, নদীয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার— এই পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পং-এর বেশ কিছু এলাকায় ভূমিধসের সম্ভাবনা আছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীগুলিতে। এই কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা।