নভেম্বরের প্রথমদিক থেকেই বঙ্গে শীতের (Winter) পরশ থাকলেও মাস শেষে উধাও শীত। ৭২ ঘন্টার ব্যবধানে পাঁচ ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা (temperature)।
আরও ২৪ ঘন্টা এরকমই চলবে। মঙ্গলবার থেকে তিন দিনে রাতের তাপমাত্রা বাড়ল পাঁচ ডিগ্রি। বুধবার রাতের তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। দিন তিনেক আগেই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছেছিল ১৬.৫ ডিগ্রি পর্যন্ত। সপ্তাহান্তে ফের কিছুটা শীত (Winter) পরার সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে শীত পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, সেই ইঙ্গিত আগেই দিয়েছে আবহাওয়া দফতর।
Nabab-Nandini: ঝগড়া, মান অভিমান ভুলে নন্দিনীকে প্রেমের প্রস্তাব? কী বলছে ধারাবাহিকের নতুন প্রোমো?
ডিসেম্বর পড়লেই বাড়বে উত্তুরে হাওয়ার প্রভাব এবং জাঁকিয়ে পড়বে শীত। তবে আগামী ৩-৪ দিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।