আগামী পাঁচদিনে আবহাওয়ার বড় বদলের আভাস দিল আবহাওয়া দফতর। এর আগে কয়েকদিন ধরে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তির্ণ অঞ্চলে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে৷ সেই বৃষ্টির দাপটে তাপমাত্রাও বেশ কমই ছিল,
আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে দু এক জেলায় আজও বিক্ষিপ্ত বৃষ্টি।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। আগামী পাঁচ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
Delhi Metro Girl: 'ইচ্ছে মতো পোশাক পরি', জানালেন দিল্লি মেট্রোর ভাইরাল হওয়া তরুণী, কে তিনি?