মেঘভাঙা বৃষ্টিতে সিকিম বিপর্যস্ত । উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । এই পরিস্থিতিতে আরও খারাপ খবর শোনালো আবহাওয়া দফতর । বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে । দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । শুক্রবার বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হবে ।
বুধবার দার্জিলিং,কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে । কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে । বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
এদিকে, দক্ষিণবঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছে । অতি ভারী বৃষ্টি র পূর্বাভাস রয়েছে সেখানে । ভারী বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা, নদিয়াতেও । শুক্রবারের পর থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।