কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে শুক্রবারের সকালে রোদ উঠলেও কতক্ষণ স্থায়ী হবে তা? মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে, যার জেরে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে।
তবে এখনও মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে, ঘাম হবে। পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। শনি রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
শুক্রবার তিলোত্তমায় দিনের বেলায় চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বেলায় কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে।
তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।