চৈত্রের প্রবল দাবদাহে (Weather update) কাতর বঙ্গবাসী। একটু বৃষ্টির আশায় আকাশের দিকে চেয়ে আছে অগণিত মানুষ। তবে, এখনই আশার কথা শোনাচ্ছে না আবহাওয়া দফতর। তারা স্পষ্ট জানাচ্ছে, দক্ষিণবঙ্গে এখন চড়া রোদ (West Bengal weather update) আর ভ্যাপসা গরমই থাকবে সামনের কয়েকটা দিন। রোদের তেজ সব জায়গায় সমান না থাকলেও গরমে হাঁসফাঁস করছে মানুষ।
শুক্রবার কলকাতায় (Kolkata weather update) প্রধানত পরিষ্কার এবং ধোঁয়াশাছন্ন আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন, ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে, দক্ষিণবঙ্গে এখনই যে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই, তাও সাফ জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: কেন্দ্রের থেকে পৃথক শিক্ষানীতি আনতে উদ্যোগী রাজ্য, তৈরি ১০ সদস্যের কমিটি
পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার মতো জেলাগুলিতে মেঘলা আকাশের (West Bengal weather update) পরিমাণ তুলনায় বেশি থাকার সম্ভাবনা। বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। দখিনা বাতাসের ওপর ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রা (West Bengal weather update) বেশি না থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হলেও তা চরম হবে না। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি তবে মেঘলা আকাশ থাকায় রাতের তাপমাত্রা একটু বাড়বে।
অন্যদিকে, শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি (West Bengal weather update) হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।