বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। এদিকে আজ শহরে দুর্গাপুজোর কার্নিভাল। বৃষ্টিতে মাটি হতে পারে কার্নিভাল?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামী তিন চারদিনও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলে খবর আবহাওয়া দফতর সূত্রে ৷
কার্নিভালই শুধু নয় রবিবার লক্ষীপুজোতেও বৃষ্টি হওয়ার প্রভূত সম্ভাবনা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। সোমবার-মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
Mahsa Amini: মাহসার মৃত্যুর প্রতিবাদ, অ্যান্টি-হিজাব বিক্ষোভের সমর্থনে পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং বীরভূমে৷ কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আগামী দশমী পর্যন্ত। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।