জুলাই মাসের প্রথম সপ্তাহ কেটে গেল । কিন্তু, তারপরেও বৃষ্টি (West Bengal Weather Update) নিয়ে আশার কথা শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর । দক্ষিণবঙ্গে সেই ছিটেফোঁটা বৃষ্টিরই পূর্বাভাস (Rain Forecast) রয়েছে । সেই তুলনায় উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে । তবে, আগামী চার-পাঁচদিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ।
শনিবার কলকাতার (Kolkata Weather) আকাশ আংশিক মেঘলা থাকবে । মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে । বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে । কলকাতা ছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই । উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ।
রাজ্যে যখন বৃষ্টির এই পরিস্থিতি । তখন দেশের অন্য প্রান্তে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত । একটানা বৃষ্টির ফলে বানভাসি অবস্থা মুম্বইয়ের । হিমাচল প্রদেশে আবার মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে । অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টির ফলে অনেকের মৃত্যু হয়েছে । আগামী কয়েকদিন এসব জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ।