পঞ্চায়েতে বোর্ড গঠনের মাঝেই সুখবর। আগামী ১০ দিনের মধ্যে ১৬০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য সরকার (West Bengal Govt)। বাংলার পঞ্চায়েত দফতরকে এই টাকা দেওয়া হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে, রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল এবং নিকাশীর কাজে এই টাকা ব্যবহার হবে বলে খবর।
New Education Policy: স্কুল শিক্ষকদের পদোন্নতিতেও আসছে অ্যাপ্রাইজাল পদ্ধতি, সমালোচনা বিরোধীদের
প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojona), ১০০ দিনের কাজের প্রকল্প-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য টাকা এখনও দেয়নি কেন্দ্র, এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) একাধিকবার দিল্লিতে দরবার করেছেন। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে , দিন দশেকের মধ্যে ১৬০০ কোটি টাকা পাঠানো হবে রাজ্যকে। নভেম্বরের মধ্যে প্রাপ্য টাকার ৭৫ শতাংশ খরচ করা হলে বাকি আরও টাকা পাঠানো হবে।