হাওড়াকে বাদ দিলে চার পুরনিগমের ভোট (Municipal Corporation Election) ঘিরে নতুন করে পারদ চড়ছে বাংলার ভোট ময়দানে।
মঙ্গলবার প্রার্থী নাম ঘোষণা না হলেও শিলিগুড়িতে (Siliguri) প্রচার শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে ভোট ময়দানে নেমে পড়েছে বিজেপি। একইদিনে শিলিগুড়ি পুরনিগমের ভোটের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বামেরা (Left)। ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে । একইসঙ্গে জোট মডেলে শিলিগুড়িতে ভোটে লড়াই করার ইঙ্গিত দিয়েছে বাম-কংগ্রেস (Left-Cong)। সে কারণেই কংগ্রেসের জন্য ওয়ার্ড ছেড়ে রাখার কথাও ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন : Ashok Bhattacharya: শিলিগুড়ি পুরনির্বাচনে চেনা ৬ নম্বর ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করবেন অশোক ভট্টাচার্য
বাম-কংগ্রেসের এই জোটকে কলকাতায় কটাক্ষ করেছেন বিজেপি (Bjp) নেতা শমীক ভট্টাচার্য। তাঁর কটাক্ষ, ‘অনেকবারই নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি হল, অনেকবাই মালাবদল হল আবার বিচ্ছেদ হয়ে গেল। কোনও দিনই সম্পর্ককে পাকাপোক্ত ভাবে রেজিস্ট্রি করে ফেলতে পারছেন না। এই মিলন কাব্য কতদিন চলবে ? এসব নিয়ে শিলিগুড়ির মানুষ আর বিশেষ ভাবিত নন।’ একইসঙ্গে শমীকের দাবি, শিলিগুড়ির ভোটে অশোক ভট্টাচার্য বা সিপিএম আর কোনও ফ্যাক্টর হবে না। তাঁর মতে, ‘বামেরা কোন আসনে লড়ছে আর কোন আসনে লড়ছেন না, তা পশ্চিমবঙ্গের ভোটে আর প্রাসঙ্গিক নয়। অশোক বাবু পরিচিত মুখ। কিন্তু ওঁর দলকে নিয়ে রাজ্যের মানুষ আর আগ্রহী নন।’
প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া কলকাতা পুরসভার ভোটে (Kolkata Corporation Election) বিজেপিকে পিছনে ফেলে ভোট শতাংশে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামফ্রন্ট। এই ফল নিয়ে ভাবতে চান না বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, রাজ্যের অন্য জায়গা এই ফল আর থাকবে না। এদিন কলকাতা পুরসভায় মেয়র পদে দ্বিতীয়বার শপথ নিয়েছে ফিরহাদ হাকিম। মেয়র হিসাবে শপথ নিয়েই ফিরহাদের দাবি, কলকাতাকে সংস্কৃতির উৎকর্ষ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। অ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের অভিযোগ, টক টু মেয়র আগেও ছিল, এবার শো টু মেয়রে গিয়েছে। এই সরকার মুখ সর্বস্ব সরকার বলেও কটাক্ষ করেছেন শমীক।
আরও পড়ুন : Firhad Hakim: শপথ নিয়ে কলকাতার প্রধান সেবক হওয়ার বার্তা ফিরহাদ হাকিমের
এদিনও কলকাতা পুরভোটে অনিয়মের অভিযোগ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। হাওড়ায় সময়মতো ভোট না হওয়ার জন্যও দায়ী করেছেন রাজ্য সরকারকেই।