জট কাটল বালি পুরসভার ভোটে (Bally Municipality)।
শুক্রবার কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে রাজ্যের দাবি, হাওড়া (Howrah) ও বালি পুরসভার বিলে অবশেষে সই করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন হাই কোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ‘দ্য হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন (সংশোধনী) ২০২১’ বিলে রাজ্যপাল স্বাক্ষর করেছেন।
আরও পড়ুন : KMC: ২৮ ডিসেম্বর শপথ নেবেন কলকাতার নবনির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম, আজ থেকেই শুরু কাউন্সিলরদের শপথ গ্রহণ
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে পুরভোট সংক্রান্ত মামলার শুনানিতে হাওড়া ও বালির ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে এই বিলে সই করেছেন রাজ্যপাল।
ফলে আলাদা ভাবেই ভোট হবে বালি পুরসভার ১৬টি ওয়ার্ডে।