প্রায় ১৯ দিন পর সন্দেশখালি গিয়ে কী পেল ইডি ? রেশন দুর্নীতির তদন্তের প্রায় চার ঘণ্টা তল্লাশির পর নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পাওয়া গিয়েছে কিছু বাসন আর জামাকাপড়। গত পাঁচ জানুয়ারির ঘটনা থেকে শিক্ষা নিয়ে বুধবার রণসজ্জায় উত্তর ২৪ পরগনার সরবেড়িয়া যায় কেন্দ্রীয় বাহিনী।
তবে সেদিনের সঙ্গে এদিনের অনেক ফারাক ছিল। আঙ্কুঞ্জি পাড়া এদিন ছিল কার্যত শূন্য। কোনও বাধা পেতে হয়নি কেন্দ্রীয় বাহিনীকে। এরপর শাহজাহানের বাড়ির একটি পর একটি তালা ভেঙে ভিতরে ঢোকেন ইডির কর্তারা।
গত পাঁচ জানুয়ারির ঘটনার পর থেকে নিখোঁজ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাঁর নিখোঁজের ঘটনায় গত কয়েকদিন সরগরম ছিল রাজ্য রাজনীতি।