CBI হেফাজতেই মৃত্যু হয় বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। অস্থায়ী ক্যাম্পে উদ্ধার হয় লালনের ঝুলন্ত দেহ৷ লালনের পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাঁকে, যদিও CBI বলছে এটি আত্মহত্যা। এই মৃত্যু কাণ্ডে বারংবার উঠে আসছে একটি হার্ড ডিস্কের প্রসঙ্গ। সোমবার দুপুরে এই হার্ড ডিস্ক খুঁজতে লালনকে নিয়েই তাঁর বাড়িতে গিয়েছিল সিবিআই। তার কয়েক ঘণ্টা পরেই লালনের মৃত্যুর খবর শোনা যায়।
আরও পড়ুন : শ্রদ্ধা কাণ্ডের পর এবার বাবাকে খুন করে ৩২ টুকরো, দেহাংশ কুয়োতে ফেলার অভিযোগ
এই হার্ডডিস্ক খুঁজতে মরিয়া CBI। প্রশ্ন উঠছে কী এমন রয়েছে ওই হার্ড ডিস্কে? সিবিআই সূত্রে খবর, লালন শেখের বাড়ির বিভিন্ন জায়গায় লাগানো ছিল সিসিটিভি। ওই হার্ড ডিস্কে ছিল ফুটেজ। তাই হার্ড ডিস্ক খুঁজছে সিবিআই। ঘটনার পর তদন্ত ভার পেতেই লালনের বাড়ি যায় CBI, কিন্তু তখন লালন ফেরার৷
বগটুই গণহত্যা কাণ্ডের ওই হার্ড ডিস্ক নাকি নতুন কোনও দিগন্ত খুলে দিতে পারে৷ কিন্তু লালনের পরিবার জানায়, ঘটনার দিন রাতেই সেই হার্ড ডিস্ক চুরি হয়ে গিয়েছে।