কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দিয়েছিল CBI। সঙ্গে ছিল জওয়ানরাও। বিধায়কের বাড়ি ঢুকেই সদর দরজা তালাবন্ধ করে চলতে থাকে তল্লাশি। বিধায়ককে জিজ্ঞাসাবাদও করা হয়। প্রথমেই বিধায়কের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। বেশ কিছু ঘণ্টা পর বিধায়ককে গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় বেতাই ডক্টর বি আর আমবেদকর কলেজে। সেই কলেজের সভাপতি পদে ছিলেন বিধায়ক। গত মঙ্গলবার তাপসের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সেই নির্দেশের পরেই বিধায়ক জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন। রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেহট্টের বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৮টি নথি উদ্ধার করে সিবিআই। ওই নথিগুলি যাচাই করে দেখা হচ্ছে।
তবে গোয়ান্দেদের যত্ন আত্তিতে কোনও খামতি রাখেননি বিধায়ক। বিকেলে তদন্তকারীদের জন্য করেছিলেন মুখরোচক চপ মুরি, চায়ের ব্যবস্থা।
জানা গিয়েছে, বিকেল সাড়ে ৩টে নাগাদ তাপস সাহার বাড়ি যায় সিবিআই। তদন্তকারীদের সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনার সময় সময় বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে ছিলেন বিধায়ক। উল্লেখ্য, শুক্রবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জীবনকৃষ্ণ। চাকরিপ্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ সিবিআইয়ের। তাঁদের দাবি, নিয়োগ দুর্নীতিতে তিনি এজেন্ট হিসাবে কাজ করেছেন।