নিয়োগ দুর্নীতি মামলায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, যারা চাকরি পেয়েছেন, তাঁরা প্রশিক্ষিত নন। এই নির্দেশের পরই ৩৬ হাজার শূন্যপদও তৈরি হয়েছে। কারা এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করা যাবে।
আদালত জানিয়েছে,তিন মাসের মধ্যে এই শূন্যস্থানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আদালত পাশাপাশি জানিয়েছে, ২০১৪ সালের টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে নতুন প্রক্রিয়ায় সবাইকে প্রশিক্ষিত হতে হবে। তবেই এই শূন্যপদে আবেদন করা যাবে।