ভবানীপুরের চক্রবেড়িয়ায় ভয়াবহ ঘটনা। স্বামীকে খুনের (Murder) অভিযোগে স্ত্রী গ্রেফতার (Arrested)। স্বামী আত্মহত্যা করেছেন বলে দাবি স্ত্রীর, কিন্তু ময়নাতদন্তে রিপোর্ট (post mortem report) বলছে অন্য কথা। তাতেই রহস্য বেড়েছে। ময়না তদন্তের রিপোর্টে প্রকাশ, আত্মহত্যা নয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। তারপরই খুনের খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে উৎসব মণ্ডল নামে বছর উনত্রিশের এক যুবকের অস্বাভিক মৃত্যুর খবর পায় ভবানীপুর থানার পুলিশ। চক্রবেড়িয়া রোডে উৎসবের বাড়ির সেখানে বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় যুবকের ঝুলন্ত দেহ। মৃতের গলায় ক্ষত-সহ শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বেশ কিছু দিন ধরেই উৎসবের রোজগার ছিল না বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিচিতদের কাছ থেকে বেশ কিছু টাকা ধার করেছিলেন তিনি। এ নিয়ে পারিবারিক অশান্তি চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।