লোকসভা ভোটের আগে রাজনীতিতে অবাধ যাতায়াত চলছে বিনোদন জগৎ থেকে শুরু করে ক্রীড়া জগতের তারকাদের। গুঞ্জন শোনা যাচ্ছিল, নদিয়ার দুটির মধ্যে একটি আসন থেকে ঝুলন গোস্বামীকে প্রার্থী করতে পারে বিজেপি। তবে এই জল্পনা একেবারে নস্যাৎ করে ঝুলন জানিয়ে দিলেন তিনি ভোটে দাঁড়াচ্ছেন না।
TMC Poster- Abhijit Ganguly: 'MY LORD', প্রাক্তন বিচারপতি অভিজিৎকে খোঁচা তৃণমূলের
কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী জানিয়ে দিলেন, তিনি কোনও নির্বাচন লড়ছেন না। এই মুহূর্তে তিনি, WPL নিয়েও বেজায় ব্যস্ত বলে জানিয়েছেন। ঝুলন WPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর এবং বোলার। এই মুহূর্তে, তাঁর ধ্যান জ্ঞান কেবলই WPL বলে জানান চাকদহ এক্সপ্রেস।