জয়েন্ট এন্ট্রান্সে পাশ না করলেও মিলতে পারে বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ! রাজ্য সরকারের শিক্ষা দফতরের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, কেবলমাত্র উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বেসরকারি কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেতে পারেন পড়ুয়ারা।
বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে প্রচুর আসন ফাঁকা পড়ে থাকে৷ সেগুলি ভর্তি করার জন্য কীভাবে কাউন্সেলিং করা যাবে, তা বলা হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে। সরকার জানিয়েছে, মূলত তিনটি উপায়ে ছাত্র ভর্তি করা যাবে।
WBHIDCO Working Pod: ওয়ার্ক ফ্রম হোমে ক্লান্ত? হিডকো দিচ্ছে কাজের নতুন জায়গা
প্রথমত, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্কের ভিত্তিতে। দ্বিতীয়ত, সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্কের ভিত্তিতে। তৃতীয়ত, রাজ্যের বা সর্বভারতীয় জয়েন্টে র্যাঙ্ক না থাকলেও উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া যাবে।
অর্থাৎ, জয়েন্টে পাশ না করলেও বিকেন্দ্রীভূত বা কলেজভিত্তিক কাউন্সেলিং-এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেতে পারেন ছাত্রছাত্রীরা।