পারিবারিক বিবাদে প্রাণ গেল এক দুধের শিশুর। মায়ের কোল থেকে টেনে নিয়ে মাটিতে আছড়ে খুনের অভিযোগ। কাঠগড়ায় মৃত শিশুর কাকিমা। অভিযুক্তকে পুলিশের হাত ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা স্থানীয়দের। রাজারহাটের(Crime in Rajarhat) রাইগাছির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই রাজারহাটের(Child Murder in Rajarhat) রাইগাছির দু’টি পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ। শুক্রবার রাতে তা ব্যাপক আকার ধারণ করে। অভিযোগ, সেই সময় শিশুটিকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় কাকিমা। মায়ের চোখের সামনেই মাটিতে আছড়ে ফেলা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে মৃত্যু হয় শিশুটির।
শিশুর মৃত্যুসংবাদ এলাকায় পৌঁছাতেই ফুঁসে ওঠেন স্থানীয়রা। রাজারহাট থানার(Rajarhat Police Station) পুলিশের কাছে খবর পৌঁছয়। পুলিশ তড়িঘড়ি রাইগাছি এলাকায় যায়। শিশুর কাকিমাকে পাকড়াও করে। তবে ওই মহিলাকে পাকড়াও করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। মারধরও করে তাকে। পরে পুলিশ ক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে তাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। শিশুমৃত্যুর(Child Death Case) ঘটনায় আরও চারজনকে আটক করা হয়েছে।
শিশুর মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্নের ভিড়। পারিবারিক বিবাদের কারণই বা কী, অভিভাবকদের অশান্তির মাঝে কীভাবে প্রাণ গেল একরত্তির, কোন আক্রোশে এমন কাজ করল শিশুর কাকিমা(Child Murder Case in Rajarhat) – এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অভিযুক্তদের জেরা করে এই সমস্ত তথ্য পাওয়া সম্ভব বলেই মনে করছেন তদন্তকারীরা। আপাতত ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চলছে।