বিবাহবহির্ভুত সম্পর্কের জেরে ক্যানিং-এ মহিলাকে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম ভোলা প্রসাদ, স্থানীয়দের দাবি অভিযুক্ত একজন তৃণমূল কর্মী। অভিযুক্তকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ, এবং গুরুতর আহত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মিথাখালি এলাকায়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে ভোলার একটা সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে, কথাকাটাকাটি হতে হতে ঝামেলা চরমে পৌঁছয়। আর তারপরেই, ওই মহিলাকে বন্দুক দিয়ে ভোলা গুলি করেন বলে অভিযোগ। গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।