কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির (BJP) ভরাডুবির নেপথ্যে রয়েছেন দলেরই একাংশ। বহু জায়গায় লড়াই হয়েছে বিজেপির সঙ্গে বিজেপির। যাঁরা টিকিট পাননি তাঁরা পদ্ম প্রতীকের প্রার্থীর বিরোধিতা করেছেন৷ কলকাতা পুরসভা নির্বাচনের (KMC Election 2021) পর্যালোচনা বৈঠকে এসে প্রার্থীদের মুখ থেকে এমন সব কথাই শুনলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য।
TMC: আসানসোলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 'রাহুল গান্ধীর ঘনিষ্ঠ' নেত্রী
বিজেপির দফতরে এদিন উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পালরা। তাঁদের সামনেই ক্ষোভ উগড়ে দেন প্রার্থীরা।
বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনেও মুখ খোলেন বিজেপি প্রার্থীরা। তাঁরা জানান, প্রত্যেকের কথাই গুরুত্ব সহকারে শুনেছেন মালব্য (Amit Malviya)।