আসানসোল শিল্পাঞ্চলে বড় ধাক্কা খেল কংগ্রেস (Congress)। হাত শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রভাবশালী স্থানীয় নেত্রী।
তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের কেন্দ্রীয় নেত্রী তথা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ঘনিষ্ট ইন্দ্রানী মিশ্র (Indrani Mishra)।;রবিবার আসানসোল রবীন্দ্রভবনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে নিয়ে ইন্দ্রানী মিশ্র যোগ দিলেন তৃণমূলে। এর আগে কংগ্রেসের হয়ে ইন্দ্রানী মিশ্র আসানসোল লোকসভা কেন্দ্রে এবং আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন।
তিনি নিজেকে মহিলা কংগ্রেসের সম্পাদিকা বলে জানিয়েছেন। তাঁর তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেসের যেমন একদিকে ক্ষতি হল তেমনি তৃণমূল শক্তিশালী হল।
Rahul Gandhi: মোদী তাঁদের কথা শুনেছেন, দাবি রাহুল গান্ধী ও মহুয়া মৈত্রর
শুধু ইন্দ্রানী মিশ্র নয়, এদিন তৃণমূলে যোগ দিলে সিপিআইয়ের জেলা কমিটির নেতা তথা আসানসোল পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র মানিক মালাকার।
মন্ত্রী মলয় ঘটক জানান, আগামী দিনে রাজ্যে বিরোধী শক্তি বলে কিছু থাকবে না।