আজ, শুক্রবার শপথ নেবেন নবনির্বাচিত কাউন্সিলররা(Councilor)। দু'দফায় হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। ২৮ ডিসেম্বর, মঙ্গলবার শপথ নেবেন মেয়রসহ(Mayor) বাকি পারিষদরা।
আজ প্রথম দফায় প্রোটেম চেয়ারম্যান(Protem Chairman) রাম পেয়ারে রামকে শপথবাক্য পাঠ করাবেন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব খলিল আহমেদ। এরপর রাম পেয়ারে রাম, মালা রায়কে(Mala Roy) চেয়ারপার্সন(Chairperson) হিসাবে শপথবাক্য পাঠ করাবেন। দু'দফায় মালা রায়(Mala Roy) মেয়র(Mayor) ও তাঁর পরিষদসহ সব কাউন্সিলরদের(Councilor) শপথবাক্য পাঠ করাবেন।
বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস দলীয় বৈঠকে কলকাতার মেয়র(Mayor of Kolkata) হিসেবে ফিরহাদ হাকিমের(Firhad Hakim) নাম উঠে আসে। ডেপুটি মেয়র হন অতীন ঘোষ(Atin Ghosh)। কলকাতা পুরসভার(KMC) চেয়ারপার্সন হয়েছেন মালা রায়। ১২ জন মেয়র পরিষদের নাম ঘোষণা করেছেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যার মধ্যে রয়েছেন নতুন চারজন।