করোনা টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় সরকার তাঁর দাবি মেনে নিয়েছে বলে মন্তব্য করলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। একই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী তথা কৃষ্ণনগরের সাংসদ (Krishnanagar) মহুয়া মৈত্র (Mahua Moitra)।
বড়দিনের রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ষাটোর্ধ্ব, স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের বুস্টার টিকা দেওয়া হবে। এ বার এই প্রসঙ্গে কৌশলে মোদী সরকারকেই বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। টুইটে লিখলেন, ‘বুস্টার টিকা নিয়ে কেন্দ্রীয় সরকার আমার পরামর্শ মেনে নিল!’
বুস্টার টিকার প্রয়োজনীয়তার কথা জানিয়ে নিজের পুরনো টুইট তুলে ধরে ঘুরিয়ে মোদী সরকারকেই বিঁধলেন রাহুল গাঁধী। প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর বুস্টার টিকার দাবি জানিয়ে টুইট করেছিলেন কেরলের কংগ্রেস সাংসদ।
Pm On Vaccine: নতুন বছরে ১৫ থেকে ১৮-এর জন্য টিকা, ষাটোর্ধ্বদের প্রিকশান ডোজের ঘোষণা মোদীর
প্রধানমন্ত্রীর ঘোষণার ওর টুইট করেছেন মহুয়াও। উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ (Mahua Moitra)। টুইটারে তিনি লিখেছেন, ‘সম্মানীয় মোদীজি আমার কথা শুনেছেন। শেষমেশ করোনা যোদ্ধা ও ষাটোর্ধ্বদের জন্য বুস্টার ডোজ। ভগবানকে ধন্যবাদ।’