কলকাতা পুরসভা নির্বাচনে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে, অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। এবার কার্যত সেই অভিযোগেই সায় দিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Saugata Roy)।
'যা ঘটেছে, সেগুলো না ঘটলেই ভালো হত', কলকাতা পুরনির্বাচনে ঘটা হিংসার ঘটনায় মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Saugata Roy)। তিনি আরও বলেন, তাঁদের জন্য এই নির্বাচন জেতা নির্বাচন ছিল, কোনওভাবেই জোরজুলুমের দরকার ছিল না। ভোটের ফলও তো সেকথাই বলছে। যদিও তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি(BJP)।
মঙ্গলবার ভোটের ফলাফল বেরোতেই দেখা যায়, বিপুল ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। কিন্তু ভোটের দিন সকাল থেকেই হিংসা, হানাহানি, ভোট লুঠ, বিরোধী প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ এনেছে বিরোধীরা(Opponenets)। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজে বলেছেন এত সুষ্ঠু নির্বাচন এর আগে রাজ্যে(West Bengal) আর হয়নি।