ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠের মধ্যে তুমুল যুদ্ধ। কিন্তু, মাঠের বাইরে সবসময়ই একটা বন্ধুত্বের নিখাদ হাওয়া বিরাজমান। খেলার পরে ড্রেসিংরুমে বা হোটেলের লাউঞ্জে কিংবা রাস্তা বা রেস্তোরাঁতে এই দুই দলের খেলোয়াড়দের আড্ডা মারতে দেখা যায় খোশমেজাজে। চলতি বছরের এশিয়া কাপ শুরুর আগে খাতায়-কলমে যতই 'চিরপ্রতিদ্বন্দ্বী' হয়ে থাকুক না কেন, মাঠের বাইরে সেই ট্র্যাডিশন একইরকমভাবে বহমান।
যুজবেন্দ্র চাহাল, বিরাট কোহলি, ঋষভ পন্ত এবং কেএল রাহুলদের দেখা গেল পাকিস্তানের চোট পাওয়া ক্রিকেটার শাহিন আফ্রিদির সঙ্গে বাক্যালাপ করতে। তাঁর স্বাস্থ্যের খোঁজও নিলেন ভারতীয় ক্রিকেটাররা। তৈরি হল মানবতার এক অপূর্ব নিদর্শন।
একটি ভিডিয়োতে সেই দৃশ্য পরিষ্কার উঠে এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে শেয়ার করা ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ছড়িয়ে পড়ে এবং দুই দলের সমর্থকরাই তাঁদের উচ্ছ্বাসপ্রকাশ করেন অবলীলায়।