BGT 2024-25 : মেলবোর্নে কত নম্বরে রোহিত শর্মা ? বক্সিং ডে-তে এটাই বড় প্রশ্ন

Updated : Dec 25, 2024 10:45
|
Editorji News Desk

ঐতিহাসিক মেলবোর্ন কি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে লিড দিতে পারবে ? খুব স্বাভাবিক ছিল এই প্রশ্ন। উত্তর দিতে গিয়ে কভার ড্রাইভ নয়, বরং ডাক করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাল্টা প্রশ্নে জানতে চাইলেন কেন বার বার বিরাটকে নিয়ে প্রশ্ন উঠছে বলতে পারেন ? ভুলে যাবেন না বিরাট আধুনিক কিংবদন্তি। 

পার্থ থেকে ব্রিসবেন, গত তিনটি টেস্টে ভারতের যে দফতর ঘিরে সবচেয়ে বেশি প্রশ্ন, তা-হল ব্যাটিং। পার্থের একটা দ্বিতীয় ইনিংস ছাড়া আর কোনও সেঞ্চুরি নেই ভারতীয় ব্যাটারদের। ব্রিসবেনে রাহুল রানে ফিরেছেন। আকাশদীপ সিং গিয়ে ফলো-অন বাঁচিয়েছেন। এরপরেও তালিকা কিন্তু দীর্ঘ। শুভমন গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের ব্যাটে রান কই ? আসবে, দলের জুনিয়রদের মাথার উপর ছাতা হয়ে দাঁড়াচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। 

চতুর্থ টেস্টের আগে ভারত অধিনায়ক জানিয়েছেন, জুনিয়রদের উপর আস্থা রাখতে হবে। তাই রান না করলে, তাঁদের ঝেড়ে ফেলা কোনও সিদ্ধান্ত হতে পারে না। রোহিতের দাবি, এই সিরিজে রানে ফিরবেন ঋষভ, গিলরা। রানে ফিরবেন বিরাটও। কারণ, রোহিত জানেন, কোহলির খারাপ সময় যাচ্ছে, যা অচিরেই কেটে যাবে। 

চতুর্থ টেস্টের আগে অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন রোহিত। সেই চোট কেমন আছে ? তিনি কত নম্বরে ব্যাট করবেন ? মেলবোর্ন টেস্টের আগে সেই ব্যাপারে কোনও কথা বলতে চাননি ভারত অধিনায়ক। জিইয়ে রেখেছেন ওপেনিং নিয়ে ধোঁয়াশা। 

সবমিলিয়ে প্রশ্ন একটাই, ঐতিহাসিক মেলবোর্ন থেকে কি লিড পাবে ভারত ? জবাব পাওয়া যাবে বক্সিং ডের প্রথম দিনেই। 

BGT 2024-25

Recommended For You

editorji | খেলা

MD Shami : অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে? মহম্মদ শামিকে নিয়ে কী বলল বোর্ড?

editorji | খেলা

BGT 20224-25 : প্র্যাকটিস পিচ নিয়ে বক্সিং শুরু ভারত-অস্ট্রেলিয়ার, মেলবোর্নে ম্যাচের আগেই যুদ্ধ

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?