ঐতিহাসিক মেলবোর্ন কি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে লিড দিতে পারবে ? খুব স্বাভাবিক ছিল এই প্রশ্ন। উত্তর দিতে গিয়ে কভার ড্রাইভ নয়, বরং ডাক করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাল্টা প্রশ্নে জানতে চাইলেন কেন বার বার বিরাটকে নিয়ে প্রশ্ন উঠছে বলতে পারেন ? ভুলে যাবেন না বিরাট আধুনিক কিংবদন্তি।
পার্থ থেকে ব্রিসবেন, গত তিনটি টেস্টে ভারতের যে দফতর ঘিরে সবচেয়ে বেশি প্রশ্ন, তা-হল ব্যাটিং। পার্থের একটা দ্বিতীয় ইনিংস ছাড়া আর কোনও সেঞ্চুরি নেই ভারতীয় ব্যাটারদের। ব্রিসবেনে রাহুল রানে ফিরেছেন। আকাশদীপ সিং গিয়ে ফলো-অন বাঁচিয়েছেন। এরপরেও তালিকা কিন্তু দীর্ঘ। শুভমন গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের ব্যাটে রান কই ? আসবে, দলের জুনিয়রদের মাথার উপর ছাতা হয়ে দাঁড়াচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা।
চতুর্থ টেস্টের আগে ভারত অধিনায়ক জানিয়েছেন, জুনিয়রদের উপর আস্থা রাখতে হবে। তাই রান না করলে, তাঁদের ঝেড়ে ফেলা কোনও সিদ্ধান্ত হতে পারে না। রোহিতের দাবি, এই সিরিজে রানে ফিরবেন ঋষভ, গিলরা। রানে ফিরবেন বিরাটও। কারণ, রোহিত জানেন, কোহলির খারাপ সময় যাচ্ছে, যা অচিরেই কেটে যাবে।
চতুর্থ টেস্টের আগে অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন রোহিত। সেই চোট কেমন আছে ? তিনি কত নম্বরে ব্যাট করবেন ? মেলবোর্ন টেস্টের আগে সেই ব্যাপারে কোনও কথা বলতে চাননি ভারত অধিনায়ক। জিইয়ে রেখেছেন ওপেনিং নিয়ে ধোঁয়াশা।
সবমিলিয়ে প্রশ্ন একটাই, ঐতিহাসিক মেলবোর্ন থেকে কি লিড পাবে ভারত ? জবাব পাওয়া যাবে বক্সিং ডের প্রথম দিনেই।