বড়দিনের অস্ট্রেলিয়ায় এটাই প্রাপ্তি ভারতীয় ফ্যানদের কাছে। বক্সিং ডে টেস্ট খেলতে নামার আগে মেলবোর্নে কিছুক্ষণ ফ্যানদের মাঝে সময় কাটালেন রোহিত। সেলফি থেকে অটোগ্রাফ বিলিয়ে ড্রেসিং রুমে ফিরলেন তিনি।
বক্সিং ডের দিনে ভারত অধিনায়কের থেকে কী উপহার চান ফ্যানরা ? সবাই প্রার্থনা করছে এই মাঠ থেকেই যেন টিম ইন্ডিয়া সিরিজে লিড পেয়ে যাক। পরিসংখ্যান বলছে, গত ১৪ বছরে এই মাঠে মাত্র তিনটি টেস্ট ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। তাই প্রাক্তনদের দাবি, টস জিতে ব্যাট করতেই হবে রোহিত শর্মাকে।
মাঠে নামার আগে কি প্রথম একাদশ সাজাতে পারলেন ভারত অধিনায়ক ? মেলবোর্ন টেস্টের আগে কিছুই সেভাবে স্পষ্ট করতে পারেননি তিনি। তবুও টিমের অন্দর থেকে যা খবর, তাতে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। হয়তো ওপেনার হিসাবে যশস্বীর সঙ্গে রাহুলকেই দেখা যেতে পারে।
গিল, বিরাট, ঋষভের পরেই হয়তো এই ম্যাচে অধিনায়ক। যদিও নিজের ব্যাটিং পজিশন নিয়ে মুখ কুলুপ রোহিতের। তিনি জানিয়েছেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। অস্ট্রেলিয়ায় এসে এখনও পর্যন্ত ব্যাটে রান নেই রোহিতের।
তাঁকে আক্রমণাত্মক ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। প্রায় সব প্রাক্তনই বলছেন, রোহিতের জায়গা মিডল অর্ডার নয়, বরং যশস্বীকে মিডল অর্ডারে পাঠিয়ে মেলবোর্নে রাহুলের সঙ্গী রোহিতের হওয়া উচিত।
প্রশ্ন উচিত, অনুচিতের নয়। প্রশ্ন হল দীর্ঘ সময় ব্যাট করার। যা মেলবোর্নে এসেও ভাবাচ্ছে ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, এই দলে ব্যাটিং কোচ অভিষেক নায়ারের ভূমিকা নিয়েও। সবমিলিয়ে, মেলবোর্নে মাঠে নামার আগে ডামাডোলের মধ্যেই টিম ইন্ডিয়া। স্বস্তি শুধুমাত্র একজনকে নিয়েই, তিনি যশপ্রীত বুমরা।