BGT 2024-25 : মেলবোর্ন গেট ! 'বিরাট' শাস্তি কোহলির, কাটা হল ম্যাচ ফি-এর ২০ শতাংশ

Updated : Dec 26, 2024 15:50
|
Editorji News Desk

মাঠের লড়াই মাঠেই শেষ। 

উনিশ বছরের স্যাম কনস্টাসের এই বয়ানে এই যাত্রায় মেলবোর্নে বড় শাস্তি থেকে বেঁচে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি সূত্রে জানা গিয়েছে, মেলবোর্নের প্রথম দিনের ঘটনায় বিরাটের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। সতর্ক করা হয়েছে প্রাক্তন অধিনায়ককেও। ম্যাচ শেষেই বিরাটকে ডেকে পাঠিয়েছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রোফ্ট। ১০ মিনিট তাঁদের কথা হয়। বিরাটকে আইসিসি-র লেভেন ওয়ান ধারা দেওয়া হয়েছে। 

বক্সিং ডে টেস্টের প্রথম দিনের প্রথম ১০ ওভার। চেঞ্জ ওভারের সময় এই টেস্টে অভিষেক হওয়া কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগে বিরাটের। কোহলির বিরুদ্ধে অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে ধাক্কা মারার। এই ঘটনার পর তোপের মুখে পড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক। মাইকেল ভন থেকে সুনীল গাভাসকর, সবাই বিরাটের সমালোচনায় মুখর হন। 

আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাস জানান, মাঠের লড়াই মাঠেই শেষ হয়ে গিয়েছে। বিরাট তাঁকে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা মারেননি। কোহলি ভক্ত অজি এই ব্যাটার জানান, কোনও অভিযোগ তিনি করছেন না। মনে করা হচ্ছে স্যামের এই বয়ানই এই যাত্রায় বাঁচিয়ে দিল বিরাটকে। 

কিন্তু বুমরা ছাড়া ভারতকে মেলবোর্নে কে বাঁচাবেন ? টস জিতে ব্যাট করে প্রথম দিনে স্কোর বোর্ডে ৩১১ রান অস্ট্রেলিয়ার। ৬৮ রানে অপরাজিত রয়েছেন স্টিভ স্মিথ। তারমধ্যে ৭৫ রানে তিন উইকেট যশপ্রীত বুমরার। 

BGT 2024-25

Recommended For You

editorji | খেলা

Virat Kohli : আগ্রাসণ দেখাতে গিয়ে বিপাকে বিরাট, কাটা হল ম্যাচ ফির ২০ শতাংশ

editorji | খেলা

BGT 2024-25 : মেলবোর্নে ফ্যানেদের মাঝে ক্যাপ্টেন রোহিত, বক্সিং ডে-তে কি উপহার দেবেন ?

editorji | খেলা

BGT 2024-25 : মেলবোর্নে কত নম্বরে রোহিত শর্মা ? বক্সিং ডে-তে এটাই বড় প্রশ্ন

editorji | খেলা

MD Shami : অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে? মহম্মদ শামিকে নিয়ে কী বলল বোর্ড?

editorji | খেলা

BGT 20224-25 : প্র্যাকটিস পিচ নিয়ে বক্সিং শুরু ভারত-অস্ট্রেলিয়ার, মেলবোর্নে ম্যাচের আগেই যুদ্ধ