T20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। দুই বোলারই ৩টি করে উইকেট নিয়েছেন। আর জসপ্রীত বুমরা তুলে নিয়েছেন ২ উইকেট। ম্যাচের সেরা হওয়ার পর অক্ষর প্যাটেল দলের ব্যাটারদেরই ধন্যবাদ জানিয়েছেন। অধিনায়ক রোহিত ও সূর্যকুমার যাদবের পার্টনারশিপেরও প্রশংসা করলেন অক্ষর।
অক্ষর প্যাটেল জানিয়েছেন, "পাওয়ারপ্লে-তে আগেও বল করেছি। তাই আমার পরিকল্পনা আগে থেকেই ছিল। উইকেট স্লো ছিল। ১৬০ স্কোরই এই উইকেটের জন্য যথেষ্ট ছিল। কিন্তু রোহিত আর সূর্যের জুটি দারুণ পারফর্ম করে। স্ট্রাইক রোটেট করে বড় বাউন্ডারি ও ওভারবাউন্ডারি আসে।"
দলের পারফরম্যান্সেই জয়, মনে করছেন অক্ষর প্য়াটেল। তবে এখনও ফাইনাল নিয়ে কিছু ভাবছেন না। আগে এই ম্যাচের জয় উপভোগ করতে চান ভারতের অলরাউন্ডার।