শনিবার জন্মদিন গিয়েছে। রবিবার বিশ্বকাপ চান ভারত অধিনায়ক শেফালি বর্মা। এই প্রথম মেয়েদের যুব বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার ফাইনাল খেলবে ভারত ও ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা মাটি থেকে প্রথমবারই কাপ জিততে চান শেফালি। মাঠে নামার আগে তিনি মনে করিয়ে দিয়েছেন ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির ঐতিহাসিক বিশ্বকাপ জয়কে। ভারত অধিনায়ক জানিয়েছেন, অনেক গুলো ফাইনাল খেলেছেন। কিন্তু জয় অধরা। এবার তাঁর বিশ্বকাপ চাই। এর আগে কমনওয়েলথ গেমসের ফাইনালে খেলেছেন শেফালি। কিন্তু জিততে পারেননি। এই ম্যাচে বাংলা তাকিয়ে থাকবে রিচা ঘোষের দিকে।
সিনিয়র পর্যায়ে এর আগে ভারতীয় মেয়েরা তিন বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এরমধ্যে তাঁরা দুবার হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। আর অতি সম্প্রতি তাঁরা পরাজিত হয়েছিল ইংল্যান্ডের কাছে। তাই ফাইনালের আগে শেফালিদের সতর্ক করে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। ঝুলনের পরামর্শ, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে। কিন্তু ভারত অধিনায়ক শেফালি বর্মা জানিয়েছেন, নক-আউট পর্যন্ত তাঁরা যে ক্রিকেট খেলেছেন, সেটাই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন।
এ বারের বিশ্বকাপে সুপার সিক্স পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮৭ রানে শেষ হয়ে যায় তারা। এই একটা ম্যাচ ছাড়া বিশ্বকাপে এখনও পর্যন্ত ছুটছে শেফালির ভারত।