T20 বিশ্বকাপে (T20 WC 2022) অঘটন আয়ারল্যান্ডের (Ireland)। ইংল্য়ান্ডের (England Cricket) বিরুদ্ধে জয় আইরিশদের। পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সালে T20 বিশ্বকাপে মুখোমুখি হয় ইংল্যান্ড-আয়ারল্যান্ড। কিন্তু সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এবার ডাক ওয়ার্থ লুইসের নিয়মে ৫ রানে জয় আয়ারল্যান্ডের।
প্রথমে ব্যাট করে ১৫৭ রান তোলে আয়ারল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের খেলা যখন বন্ধ হয়, তখন তাঁদের রান ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫। ৩৩ বলে ৫৩ রান বাকি ছিল। বৃষ্টিতে আর খেলা শুরু করা যায়নি।
আরও পড়ুন: রোহিত-সূর্যদের সিডনিতে ডে আউট, বিশ্বকাপে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ইংল্যান্ড (England vs Ireland)। এবার ইংল্যান্ডের হারের কারণ বৃষ্টি। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দ্বিতীয় উইকেটে অ্য়ান্ডু বলবির্নি ও লোরকান টাকারের জুটিতে ৫৭ বলে ৮২ রান তোলে আয়ারল্যান্ড। অধিনায়ক বলবির্নি ৬২ রানে ফেরেন। এরপরই ধস নামে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপে। ২০ ওভারে ১৫৭ রান তোলে আয়ারল্যান্ড।