বিশ্বকাপ খেলার সময় নাকি প্রত্যেকদিন ইনজেকশন নিতে হত বাংলার জোরে বোলার মহম্মদ শামিকে। এমনটাই জানা গিয়েছে, তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে। আর সেই কারণেই নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে যেতে পারেননি শামি।
জানা গিয়েছে পুরনো একটি ব্যথার কারণেই ভুগছেন শামি। সেই কারণেই নিয়মিত ইনজেকশন নিয়ে বিশ্বকাপের মাঠে নামতে হত তাঁকে। আর এই গোড়ালির চোটের জন্য তাঁকে এখনও ভুগতে হয়েছে।
আরও পড়ুন - রাজনীতির ময়দানে 'কঠিন' পরিস্থিতিতে থাকা মনোজই বাংলাকে নেতৃত্ব দেবেন রঞ্জিতে
এই চোটের জেরেই এখনও মাঠের বাইরে রয়েছেন শামি। তাঁর বদলে ভারত দ্বিতীয় টেস্টে আবেশ খানকে দলে নিয়েছে। তবে, আশা করা যাচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শামিকে পাবে দল।