পাকিস্তান থেকে এশিয়া কাপ (Asia Cup 2023) সরে যাওয়া এবার সময়ের অপেক্ষা। চলতি বছর এশিয়া কাপ আয়োজন করতে পারে শ্রীলঙ্কা। এশিয়ার বড় দেশগুলি সমর্থন জানাবে ভারতকে। তার ফলেই পাকিস্তান (Pakistan) থেকে এই প্রতিযোগিতা সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনই দাবি এক ওয়েবসাইটে।
মে মাসের মধ্যে আয়োজক দেশের নাম চূড়ান্ত হয়ে যাবে। তবে এশিয়া কাপ আয়োজনের দিক থেকে এগিয়ে শ্রীলঙ্কা। এই দেশে প্রতিযোগিতা আয়োজনের পক্ষে আছে বাংলাদেশ ও আফগানিস্তান। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে গেলে তাঁরা খেলবে কিনা, তা এখনও অনিশ্চিত। মনে করা হচ্ছে পাকিস্তান এশিয়া কাপ বয়কট করতে পারে। পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত যাবে না। স্পষ্ট জানিয়ে দেন বোর্ড সচিব জয় শাহ। এরপরই বেঁকে বসে পড়শি দেশগুলি। সম্প্রচারকারীরাও বেঁকে বসে।
আরও পড়ুন: ধাওয়ানের বড় ইনিংস, কলকাতাকে ১৮০ রানের টার্গেট পঞ্জাবের
বিকল্প হিসেবে আরব আমিরশাহির নামও ভাবা হয়নি। সেপ্টেম্বরে সেই দেশে গরম অনেক। এরপরই প্রতিযোগিতা আয়োজন করতে আগ্রহী হয় শ্রীলঙ্কা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে নিজেদের ইচ্ছে জানায় শ্রীলঙ্কা। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই পাকিস্তানে এশিয়া কাপ না হলে এগিয়ে শ্রীলঙ্কাই।