হাতে আর কয়েক ঘণ্টা। তারপরেই শুরু হবে যুদ্ধ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে, তার একটা আন্দাজ করে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে তাঁর পরামর্শ, কেএস ভরত নয়, এই ম্যাচে উইকেটের পিছনে ভরসা করতে হবে ইশান কিশানকে। ইশান খেলা মানে একজন অতিরিক্ত ব্যাটারকে দলে পাওয়া। একইসঙ্গে গাভাসকর জানিয়েছেন, অজি আক্রমণ সামলানোর পাশাপাশি মাথায় রাখতে হবে ন্যাথন লায়নের ঘূর্ণিকেও। কারণ, ওভাল বরাবর স্পিনারদের সাহায্য করে।
এই ম্যাচের আগে থেকে ভারতকেই এগিয়ে রাখছেন অনেক প্রাক্তনই। তবে সানি মনে করছেন, এই ফাইনাল ফিফটি-ফিফটি। কারণ, বল মুভমেন্টের উপরেই নির্ভর করবে, এই ম্যাচ কতদিন গড়াবে। বিশেষকরে অজি অধিনায়ক প্যাট কামিন্স চাইবেন টস জিতে ব্যাট করতে। এবং অস্ট্রেলিয়াও চাইবে একবারই ব্যাট করতে।
আর এখানেই ভারতীয় বোলারদের কাছে চ্যালেঞ্জ বলেই মনে করছেন গাভাসকর। তাঁর মতে, ভারতের উচিত অশ্বিন-জাডেজার সঙ্গে পার্টাইমার
বোলারদের বল করানো।