ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে বিরল ঘটনার সাক্ষী ক্রিকেট বিশ্ব। ক্রিজে ব্যাট করতে নেমেও ফিরে আসতে উদ্যত হন যুজভেন্দ্র চাহাল। আম্পায়াররা মাঠ ছাড়তে বাধা দেন তাঁকে।
তখন আট উইকেট হারিয়ে ফেলেছে ভারত। এই সময় রেডি ছিলেন চাহাল। নেমে ক্রিজ পর্যন্ত চলে যান তিনি। এরপরই ফিরে আসতে দেখা যায় তাঁকে। মাঠে নামতেও দেখা যায় মুকেশ কুমারকে। কিন্তু আম্পায়াররা চাহালকে মাঠ ছাড়তে নিষেধ করেন। ফিল্ড আম্পায়াররা বোঝান, এমসিসি-র নিয়ম অনুযায়ী, একবার মাঠে নেমে গেলে আর কোনও ব্যাটসম্যান ফিরতে পারেন না। শেষমেষ ব্যাট করতে হয় চাহালকে।
আরও পড়ুন: : বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের পদ থেকে অব্যহতি তামিম ইকবালের, এশিয়া কাপেও অনিশ্চিত
টিম ম্যানেজমেন্ট চেয়েছিল চাহালের পরিবর্তে মুকেশ কুমার নামুক। কিন্তু তা যে ক্রিকেটের নিয়ম অনুযায়ী সম্ভব নয়, তা বোঝান আম্পায়াররা।