বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন যুজভেন্দ্র চাহাল। ভাল পারফরম্যান্স করেও প্রাথমিক দলে সুযোগ পাননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স দেখার পর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি চাহাল। অশ্বিনকে দরাজ সার্টিফিকেট দিলেন তিনি। লিখলেন, 'রবিচন্দ্রন অশ্বিন, নামটাই যথেষ্ট।'
দীর্ঘদিন পর ওয়ানডে টিমে প্রত্যাবর্তন করেছেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই জ্বলে ওঠেন তিনি। প্রথম দুই ওয়ানডে ম্যাচেও দারুণ ফর্মে। এদিকে রাজকোটেও নামতে পারবেন না অক্ষর প্যাটেল। এশিয়া কাপের ফাইনালের আগে চোট পেয়েছিলেন। সেই চোট এখনও সারেনি তাঁর। বিশ্বকাপের আগে কি ফিট হবেন! তা না হলে অক্ষরের বিকল্প হিসেবে হয়তো বিশ্বকাপে রবিচন্দ্রন অশ্বিনকে ভাববে টিম ম্যানেজমেন্ট।
রাজকোটে তৃতীয় ওয়ানডে ম্যাচে দলে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। বিশ্রাম দেওয়া হবে শুভমান গিলকে। এই ম্যাচও জেতার জন্য মুখিয়ে আছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। এই সিরিজ জিতলে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে রোহিত ব্রিগেড। সেই সুযোগ ছাড়তে চাইছে না টিম ম্যানেজমেন্ট।