সুনীল ছেত্রীর অবসরের পর এই প্রথম খেলতে নামবে টিম ইন্ডিয়া। আগেই ঘোষণা করা হয়েছে, দলকে নেতৃত্ব দেবেন গুরপ্রীত সিং সাঁধু। মঙ্গলবার কাতারের বিরুদ্ধে খেলতে নামছেন সন্দেশরা। কাতারের ঘরের মাঠে ম্যাচ। জিততে মরিয়া টিম ইন্ডিয়া।
দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দিচ্ছেন সুনীল। যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচে ১-০ গোলে হেরেছে ভারত। মঙ্গলবার কাতারের বিরুদ্ধে ফিফা কোয়ালিফায়ার্সের এই ম্য়াচ ভারতের কাছে অ্যাসিড টেস্ট।
তৃতীয় রাউন্ডে পৌঁছতে গেলে এই ম্যাচ জিততেই হবে। আফগানিস্তান ও কুয়েতের মধ্যে ম্যাচ যদি ড্র হয়, তা হলে কাতারের বিরুদ্ধে ড্র করলেও তৃতীয় রাউন্ডের দরজা খুলে যেতে পারে। গোল পার্থক্যে আফগানিস্তানের থেকে এগিয়ে ভারত।