দীর্ঘ প্রায় এক বছর পর ফের দলে ফিরেছেন যশপ্রীত বুমরা। চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। যদিও চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে একাই ৩টি উইকেট নেন। এরপর সমালোচকদের কড়া জবাব দেন বুমরা।
ইংল্যান্ডকে হারানোর পর মুখ খোলেন ওই ভারতীয় ক্রিকেটার। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন চোটের কারণে খেলতে না পারায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। তাঁর স্ত্রী একজন ক্রীড়া সাংবাদিক। ফলে সব খবরই তাঁর কাছে পৌঁছেছিল বলে জানিয়েছেন তিনি। যদিও এবিষয়ে তাঁর জবাব, তাড়াহুড়ো করতে রাজি ছিলেন না। সেকারণে নেতিবাচক কথায় কান না দিয়ে ইতিবাচক মানসিকতা রেখেছিলেন।
Read More- কোনও কঠিন পরীক্ষার সামনেই পড়েনি ভারতীয় দল, মন্তব্য গ্রেম স্মিথের
এখনও পর্যন্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স ভারতের। কোনও ম্যাচেই হারেনি তারা। ছটি ম্যাচের মধ্যে ছটিতেই জিতেছে তারা।