বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়ার অন্যতম নায়ক নীতিশ কুমার রেড্ডি। মেলবোর্নে তাঁর সেঞ্চুরি টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফিরিয়েছিল। কিন্তু মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে গেল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ। ১৮৪ রানে চতুর্থ টেস্ট জিতে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ৪৭৪ রান তোলে অস্ট্রেলিয়া। টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই দুরন্ত পারফরম্যান্স করেন। ৬০ রান করেন স্যাম কোন্টাস, ৫৭ রান করেন উসমান খোয়াজা। ৭২ রান করেন মার্নাস লাবুশেন। চার নম্বরে নেমে দুরন্ত সেঞ্চুরি আসে স্টিভ স্মিথের ব্যাটে। প্রথম ইনিংসে ৪৭৪ রান তোলে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ৩ উইকেট পান রবীন্দ্র জাদেজা, ২ উইকেট আকাশদীপ সিংয়ের।
প্রথম ইনিংসে নেমে ৮২ রান করেন যশস্বী জয়সওয়াল। বড় রান পাননি রোহিত, রাহুল, বিরাট কোনও ব্যাটসম্যান। সেই সময় সেঞ্চুরি করে টিম ইন্ডিয়াকে টেনে নিয়ে যান নীতিশ কুমার রেড্ডি। ১১৪ রান করেন বোলিং অলরাউন্ডার। ৩৬৯ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে একাই শেষ করেন জসপ্রীত বুমরা। তিন উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। শেষ দিনে অস্ট্রেলিয়াকে অলআউট করে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। লক্ষ্যমাত্রা ছিল ৩৪০ রান। একা লড়াই করে যান যশস্বী জয়সওয়াল। ৩০ রান করেন ঋষভ পন্থ। আর কোনও ব্যাটারই এক অঙ্কের ঘরের বেশি রান করতে পারেনি। ড্রিঙ্কস ব্রেকে পরই ১৫৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
মেলবোর্ন টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই আরও কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে শেষ টেস্টে এবার জিততেই হবে। তবেই WTC-এর লড়াইয়ে টিকে থাকবেন রোহিত-বিরাটরা। ওই টেস্ট জিতলে বর্ডার-গাভাসকর ট্রফিতেও সিরিজ ড্র করতে পারবে টিম ইন্ডিয়া।