ICC WC Final 2023 : চলতি বিশ্বকাপে তিনবার নিরাপত্তা লঙ্ঘন, কীভাবে ঢুকে পড়ছেন দর্শকরা ? উঠছে প্রশ্ন

Updated : Nov 19, 2023 21:25
|
Editorji News Desk

রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক প্যালিস্তিনীয় সমর্থক । বিরাটের কাঁধে হাত রেখে প্যালেস্টাইনের সমর্থনে শান্তির বার্তা দেন । কিন্তু, কড়া নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ওই সমর্থক মাঠে ঢুকলেন, সেই বিষয়ে উঠছে প্রশ্ন । তবে, এই ঘটনা আজ প্রথম নয় । ৪৬ দিনের বিশ্বকাপে এধরনের ঘটনা ঘটেছে মোট তিনবার ।  সে চেন্নাই হোক বা ইডেন কিংবা আজকের আহমেদাবাদ...খেলা চলাকালীন বারবার নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে । নিরাপত্তরক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ।

বিশ্বকাপ চলাকালীন কোন কোন ম্যাচে নিরাপত্তা লঙ্ঘন হয়েছে, দেখে নিন

প্রথম প্রেক্ষাপট চেন্নাই । ভারতেরই খেলা ছিল । সেখানে মাঠে ঢুকে পড়েছিলেন এক ব্রিটিশ । তখনও খেলছিলেন কোহলি । ভারতের জার্সি পরে কোহলির দিকে এগিয়ে আসতে দেখা যায় তাঁকে । তবে, কোহলির কাছে পৌঁছনোর আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন ।

এরপর ইডেন গার্ডেন্স । সেমিফাইনাল ম্যাচ । হঠাৎ এক দর্শক ঢুকে পড়েন মাঠে । ডেভিড মিলারের সঙ্গে সেলফি তোলেন । তারপর আরও এক ক্রিকেটারের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে সরিয়ে দেন ।

আর তৃতীয় ঘটনা তো আজকের । নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । ১৪তম ওভারে ঢুকে পড়েন এক দর্শক। বিরাট কোহলিকে জড়িয়ে ধরতে যান তিনি । একইসঙ্গে প্যালেস্টাইনেরও সমর্থক তিনি । মাঠে এসে তাই প্যালেস্টাইনের উপর হামলার প্রতিবাদ জানান তিনি । তাঁর টি শার্টে লেখা ছিল ফ্রি প্যালেস্টাইন । 

ICC Cricket World Cup Final

Recommended For You

editorji | খেলা

Team India: ওপেন করতে নেমেও ব্যর্থ রোহিত, ফিরলেন বিরাটও, চালকের আসনে অস্ট্রেলিয়া

editorji | খেলা

BGT 2024-25 : মেলবোর্ন গেট ! 'বিরাট' শাস্তি কোহলির, কাটা হল ম্যাচ ফি-এর ২০ শতাংশ

editorji | খেলা

Virat Kohli : আগ্রাসণ দেখাতে গিয়ে বিপাকে বিরাট, কাটা হল ম্যাচ ফির ২০ শতাংশ

editorji | খেলা

BGT 2024-25 : মেলবোর্নে ফ্যানেদের মাঝে ক্যাপ্টেন রোহিত, বক্সিং ডে-তে কি উপহার দেবেন ?

editorji | খেলা

BGT 2024-25 : মেলবোর্নে কত নম্বরে রোহিত শর্মা ? বক্সিং ডে-তে এটাই বড় প্রশ্ন