'ক্যাপ্টেন্স নক'। অধিনায়কোচিত ব্যাটিং। আহমেদাবাদের সন্ধ্যায় অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma) দেশের 'নায়ক'। পাকিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে ৮৬ রানের ইনিংস এল তাঁর ব্যাট থেকে। তাঁর এক একটি ছয় গ্যালারির এক লক্ষ ৩৬ হাজার দর্শকের সামনে গিয়ে পড়ল। তখন কচ্ছ উপকূল থেকে শব্দব্রহ্ম যেন আছড়ে পড়ল গোটা দেশে। ৮৬ রান করে তিনি যখন প্যাভিলিয়ান ফিরছেন, তাঁকে স্যালুট করছে গোটা দেশ। তাঁর ব্যাটে ভর করে পাকিস্তানকে ওয়ানডে বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) অষ্টমবার হারানোর রেকর্ড অক্ষত রাখল ভারত। ১১২ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতল টিম ইন্ডিয়া (Team India)।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তাঁর সেই সিদ্ধান্তেই অর্ধেক কাজ হয়ে যায়। বাবর ও রিজওয়ান ছাড়া বড় রান তুলতে পারেননি কোনও পাক ব্যাটসম্যান। ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
আরও পড়ুন: স্লো বোলিং ট্র্যাক, পাক বোলিংকে সামলাতে কী অস্ত্র রোহিত শর্মার!
জবাবে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদির বলে ১৬ রানে ফেরেন শুভমান গিল। হাসান আলি ফেরান বিরাট কোহলিকে। কিন্তু অপ্রতিরোধ্য ছিলেন রোহিত। তাঁর ইনিংসে সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি। শাহিন আফ্রিদির বলেই ফেরেন রোহিত। তখন স্কোরবোর্ডে ভারতের রান তিন উইকেটে ১৫৬। ছয় মেরে হাফসেঞ্চুরি পান শ্রেয়স আইয়ারও। এরপরই ম্যাচ শেষ হয়ে যায়। স্নায়ুযুদ্ধের লড়াইয়ে ফের পাকিস্তানকে বিশ্বকাপে হারায় ভারত।
পাকিস্তান- ১৯১
ভারত- ১৯৩/৩ (৩০.৩ ওভার)