টানা ৫ ম্যাচ হারের পর অবশেষে আইপিএলে জয়ের মুখ দেখেছে দিল্লি ক্যাপিটালস। ক্রিকেটাররা তো বটেই, স্বস্তি ফিরেছে টিম ম্যানেজমেন্টের মুখেও।
কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর তৃপ্ত দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পাওয়ার চাপ ঠিক যেন তাঁর টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে প্রথম রান করার মতোই ছিল।
Disco Dancer: মঞ্চ কাঁপালো 'ডিস্কো ডান্সার', আটের দশকের যাদুতে নস্ট্যালজিক স্বয়ং মিঠুন
সৌরভ বলেন, "আমরা এই মরশুমে আগে ভালো বল করেছি। কিন্তু সমস্যা ছিল ব্যাটিংয়ে। আমার প্রয়োজন আত্মসমীক্ষার। কী করে আরও ভালো করা যায় তা ভাবতে হবে।"