বৃহস্পতিবার নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তার আগে, ম্যাচের আগের ফাইনাল প্র্যাকটিস সেশন সেরে নিল লখনউ (LSG) বুধবার রাতে। গোটা দলই উপস্থিত ছিল ওই প্র্যাকটিস সেশনে। শুধু লখনউ সুপার জায়ান্টসই না, নিজেদের ফাইনাল প্র্যাকটিস সেশন সেরে নিল দিল্লি ক্যাপিটালসও (Delhi Capitals)।
প্রথমবার আইপিএল (IPL 2022) খেলতে এসে প্রথম ম্যাচে হেরে গেলেও তার পরের দুটি ম্যাচেই জয়ী হয়েছে লখনউ (LSG)। ১৬৯ রান করেও সানরাইজার্স হায়দরাবাদকে যেভাবে তারা আটকে দিল তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। এবার স্বাভাবিকভাবেই তাদের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক করা।
আরও পড়ুন: মিউজিক সিস্টেমে মাদক! ১২ কোটি টাকার হেরোইন পাচারের ছক, মালদায় ধৃত দম্পতি
দুর্ধর্ষ ফর্মে রয়েছেন কে এল রাহুল (K.L Rahul) সহ অন্যান্য সেরা খেলোয়াড়রা। তার সঙ্গেই রয়েছে আভেশ খান এবং রবি বিষ্ণোইয়ের দুরন্ত ফর্মে থাকা বোলিং-ও। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নেন আভেশ খান। এখনও পর্যন্ত চলতি আইপিএলে (IPL 2022) সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানাধিকারী তিনিই। এর সঙ্গেই যুক্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর অলরাউন্ডার জোসন হোল্ডারের দলে অন্তর্ভুক্তিও।
অন্যদিকে, ১৭২ রান তাড়া করতে গিয়ে গুজরাট টাইটানসের (Gujarat Titans) কাছে তাদের দ্বিতীয় ম্যাচটিতে হেরে গেলেও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছে। দলের ডেভিড ওয়ার্নার আসায় চলতি আইপিএলে (IPL 2022) শক্তি বৃদ্ধি পেয়েছে তাদের। ললিত যাদব খলছেন প্রত্যাশামতোই। ২ ম্যাচে ৭৩ রান করেছেন তিনি।
যদিও, মনদীপ সিং-এর ফর্ম নিয়ে চিন্তায় রয়েছে দল। তবে, আপাতত লখনউ-এর (Lucknow Super Giants) বিরুদ্ধে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার ওপেনিং জুটিতে কেমন শুরু করে, তা নিয়েই উত্তজেত দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অনুরাগীরা। অ্যানরিচ নর্টজে'কেও এই ম্যাচে পাওয়া যাবে বলে আশা।
দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের প্রথমবার খেলা হবে এই আইপিএলে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে।