চেন্নাই সুপার কিংসের (CSK) ফ্যানদের জন্য দারুণ খবর! ২০২৩ সালের আইপিএলেও (IPL) হলুদ জার্সিকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। চলতি আইপিএলের শেষ ম্যাচ শুরুর আগেই এই কথা জানান স্বয়ং মাহি! শুক্রবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne stadium) রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে চেন্নাই। টসের সময়েই ধোনিকে প্রশ্ন করা হলে তিনি জানান, আগামী মরসুমেও চেন্নাইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। ধোনি বলেন, "চেন্নাইয়ে না খেলে বিদায় জানানোটা খুব অন্যায় হবে। মুম্বই এমন একটা জায়গা দল এবং ব্যক্তিগত ভাবে অনেক ভালবাসা পেয়েছি। কিন্তু চেন্নাইয়ের সমর্থকদের জন্য সেটা খুব খারাপ হবে"।
আরও পড়ুন: পরিচালনার পাশাপাশি ছোটপর্দায় তথাগত, ফুলঝুরির প্রেমিক কী এবার তিনিই?
তিনি (MS Dhoni) আরও বলেন, আশা করছি প্রাক-কোভিড সময়ে যেভাবে বিভিন্ন স্থানে খেলতে পারতাম, আগামী বছর তেমনটাই করতে পারবে আইপিএলের দলগুলে।
প্রসঙ্গত, চলতি আইপিএলের শুরুতে চেন্নাইয়ের অধিনায়ক হয়েছিল রবীন্দ্র জাদেজা। একের পর এক ম্যাচে ভরাডুবি হওয়ায় টিম ম্যানেজমেন্ট দলের ব?যাটন তুলে দেন মহেন্দ্র সিং ধোনির হাতে। যদিও, ধোনি দায়িত্ব নেওয়ার পরেও পরিস্থিতির অভূতপূর্ব কিছু পরিবর্তন হয়নি। তবে, কয়েকটি ম্যাচে ভাল জয় পায় চেন্নাই। আগামী বছর শুরু থেকেই ধোনির অধিনায়কত্বে কি ফের দেখা যাবে সেই পুরনো চেন্নাই সুপার কিংসকে? আশায় বুক বাঁধছেন সমর্থকেরা।