দাবা বিশ্বকাপে ফাইনাল ভারতের প্রজ্ঞানন্দ। আজারবাইজানে সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে ফাইনালে উঠেছেন এই ভারতীয়। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ম্যাগনাস কার্লসেন। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠলেন প্রজ্ঞানন্দ।
রবিবার থেকে শুরু হওয়ায় এই ম্যাচ শেষ হয় স্থানীয় সময় সোমবার সন্ধ্যায়। ফ্যাবিয়ানোর বিরুদ্ধে প্রথম দুটি গেম ড্র হয়েছিল। ফলে এদিন টাইব্রেকারে ম্যাচ গড়ায়। এক পয়েন্টের ব্যবধানে ম্যাচ বার করেন ভারতীয় দাবাড়ু।
প্রথম এবং দ্বিতীয় দাবা বিশ্বকাপ জিতেছিল ভারতের বিশ্বনাথন আনন্দ। ২০০৫ সাল থেকে বিশ্ব দাবা প্রতিযোগিতার অংশ হয়ে যায় বিশ্বকাপ । তার পর থেকে প্রতি দু’বছর অন্তর এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।