প্যারিস অলিম্পিকে দুটি ইভেন্টে সোনা। শনিবার ৮০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন আমেরিকার সাঁতারু ক্যাটি লেডেকি। অলিম্পিকে এখনও পর্যন্ত তাঁর সোনার পদকের সংখ্যা ৯।
২০১২ লন্ডন অলিম্পিকে লেডেকির বয়স ছিল ১৫ বছর। সেবারই প্রথম সোনা জিতেছিলেন তিনি। ১২ বছর পর প্যারিসেও ফের সোনা জয়। অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাসকে পিছনে ফেলে অলিম্পিকে নবম সোনা জিতলেন লেডেকি।
এতদিন পর্যন্ত অলিম্পিক ইতিহাসে সবথেকে বেশি সোনা জয়ের রেকর্ড ছিল সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনার। ১৯৫৬-১৯৬৪ সাল পর্যন্ত তিন অলিম্পিকে মোট ৯টি সোনা জেতেন তিনি। এবা একই আসনে উঠে এলেন লেডেকি।
এদিন ৮০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে লেডেকি সময় নিয়েছেন ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড। রুপো জিতলেন অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাস। ব্রোঞ্জ পদক পান আমেরিকার পেইজ ম্যাডেনা। এবার অলিম্পিকে এটি তাঁর দুই নম্বর সোনার পদক।
লেডেকি জানিয়েছেন, প্রত্যেক অলিম্পিকে ৩ অগাস্ট তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এদিনও এই দিনেই তিনি সোনা জিতেছেন। জয়ের পর তারিখটা মনে পড়েছে তাঁর। অলিম্পিক ছাড়াও সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ২১টি সোনা আছে তাঁর। তবে লেডেকিকে ছুঁয়ে ফেলতে পারেন সিমোন বাইলস। এখনও পর্যন্ত ৭টি সোনা জেতা হয়ে গিয়েছে তাঁর। আরও দুটি ফাইনাল আছে। সোনা পেলে, একই আসনে বসবেন বাইলসও।