বিয়ে করছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড় । ৩ জুন বান্ধবী উৎকর্ষা পওয়ারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি । সম্প্রতি, আইপিএল ফাইনালে স্টেডিয়ামে রুতুরাজের হয়ে, চেন্নাইয়ের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে । ম্যাচের পর সাজঘরে ধোনি ও রুতুরাজের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে উৎকর্ষাকে । সেসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । কিন্তু কে এই উৎকর্ষা ? জানা গিয়েছে, রুতুরাজের হবু স্ত্রীও নাকি ক্রিকেটার ।
১৯৯৮ সালের ১৩ অক্টোবর জন্ম উৎকর্ষার । মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলতেন । অলরাউন্ডার ছিলেন । দেড় বছর আগে শেষবার রাজ্যের হয়ে খেলেছেন তিনি । ২০২১ সালে মহিলাদের একদিনের ট্রফিতে তিনি পঞ্জাবের বিরুদ্ধে খেলেছিলেন । এখন ক্রিকেট ছেড়ে পুনের একটি বেসরকারি সংস্থায় পড়াশোনা করছেন তিনি ।