সম্পত্তি গোপন এবং কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বরিস বেকার (Boris Becker) । আড়াই বছর জেল হল টেনিস তারকার (Tennis Star) ।
২০১৭ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন তিনি । কিন্তু, অভিযোগ ওঠে, বরিস নিজের সব সম্পত্তির কথা জানাননি । গোপন করে গিয়েছেন । বলা ভালো সজ্ঞানে মিথ্যা বলেন । শুক্রবার, লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে সব অভিযোগ প্রমাণিত হয়েছে । এর জন্য তাঁর সাত বছর পর্যন্ত জেল হতে পারত । কিন্তু, বিচারক তাঁর শাস্তির মেয়াদ আড়াই বছর পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ।
আরও পড়ুন, KKR to build cricket stadium : কেকেআর-এর নতুন উদ্যোগ, আমেরিকায় ক্রিকেট স্টেডিয়াম বানাচ্ছেন শাহরুখরা
উল্লেখ্য, তিন লক্ষ পাউন্ড নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে দুই স্ত্রীর অ্যাকাউন্টে রাখেন বরিস । পরে দেখা যায়, এরকম আরও অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বরিস । কিন্তু, সেকথা তিনি তার দেউলিয়াত্বের হলফনামাতে গোপন করে যান বলে অভিযোগ । পাশাপাশি একাধিক সম্পত্তি থাকা সত্ত্বেও নিজেকে দেউলিয়া ঘোষণা করেন বরিস বেকার । স্পেনের মায়োরকায় একটি সম্পত্তি কিনতে তিন লক্ষ পাউন্ডের বেশি ব্যাঙ্ক ঋণ নেন তিনি । কিন্তু ঋণের কিস্তি শোধ না করে নিজেকে দেউলিয়া হিসেবে ঘোষণা করেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড় । আদালতে তিনি জানান, তাঁর দু’টি উইম্বলডন ট্রফি খোয়া গিয়েছে । পরে দেখা যায় বেকার বিভিন্ন অনলাইন সংস্থা থেকে দামি জামাকাপড়-সহ বিপুল কেনাকাটা করেছেন।
এছাড়া, নিজেকে দেউলিয়া ঘোষণা করার সময়, একটি সংস্থার ৭৫ হাজার শেয়ারের কথা গোপন করেছেন তিনি । বিভিন্ন ট্রফির কথাও জানাননি বলে অভিযোগ । অবশেষে সব অভিযোগ প্রমাণিত হল আদালতে । বড়সড় শাস্তির মুখে পড়তে হল তাঁকে ।